জেলা পরিষদের প্রতিবন্ধী স্কুলকে সিএনজি প্রদান

Published: 26 Jul 2018   Thursday   

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসার সুবিধার্থে জেলা পরিষদ হতে রাঙামাটির প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রে ১টি সিএনজি (টেক্সী) প্রদান করা হয়।


বৃহস্পতিবার সকালে পরিষদ প্রাঙ্গণে প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের কর্মকর্তাদের হাতে সিএনজি’র চাবি তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


এ সময় জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুসা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত