লংগদুতে বন্য হাতির আক্রমণে ১ শিশু নিহত ও অপর ১ শিশু আহত

Published: 27 Jul 2018   Friday   

শুক্রবার ভোর রাতে রাঙামাটির লংগদু উপজেলার  ভাসন্যা আদাম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী পাড়া এলাকায় বন্য হাতির  আক্রমনে একই পরিবারের ৬ বছরের ১ শিশু নিহত ও অপর আড়াই বছরের ১ শিশু আহত হয়েছে।

 

জানা গেছে, উপজেলার  ভাসন্যা আদাম ইউনিয়নের দুর্গম পূর্ব চাইল্যাতলী পাড়া এলাকায় জুম চাষী শিপন চাকমা, স্ত্রী ও চার সন্তানকে বাড়ীতে ঘুমানোর সময় শুক্রবার ভোর রাতের দিকে একদল বন্য হাতি আতর্কিতে আক্রমণ চালায়। এতে শিপন চাকমা তার স্ত্রী ও দু সন্তানকে নিয়ে কোন রকমে  জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপর দুই সন্তান ছিয়ন্ত চাকমা(৬) ও আড়াই বছরের শিশু যতিশ চাকমা ঘুমন্ত অবস্থায় থাকায় পালাতে পারেনি। এসময় ঘরের মধ্যে থাকা ছিয়ন্ত চাকমকে একটি বন্য হাতি পা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার ছোই ভাই যতিশ চাকমা মাথায় আঘাত পেয়ে আহত হয়। বর্তমানে ওই এলাকায় বন্য হাতির পালটি অবস্থান করছে বলে জানা গেছে।

 

লংগদুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত জানান,স্থানীয় গ্রামবাসীদের মাধ্যমে শুনেছি বন্য হাতির আক্রমণে ১ শিশু নিহত ও অপর ১ শিশু আহত হয়েছে। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করতে আসেনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত