রাঙামাটি পৌরসভার ৪৭কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষণা

Published: 27 Jul 2018   Friday   

শুক্রবার রাঙামাটি পৌর সভার ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৪৭ কোটি ৪৪ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে রাঙামাটি পৌরসভার বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বাজেট ঘোষনা করেন রাঙ্গামাটি পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক এবং ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব বিল্লাল হোসেন টিটু। বক্তব্যে দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক বাঞ্চিতা চাকমা ও প্যোনেল মেয়র ও কালায়ন চাকমা।

 

উন্মুক্ত বাজেটে মোট রাজস্ব আয় ৬ কোটি ৯৮ লক্ষ ৬৯ হাজার টাকা, উন্নয়ন আয় ৩৮কোটি ৪৩ লক্ষ ২৪ হাজার টাকা এবং মূলধন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ২লক্ষ ১৬ হাজার টাকা। বাজেটে নতুন কর বাড়ানো হয়নি।

 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট ঘোষনার পর উপস্থিত জনগণের বাজেট ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌর মেয়র  মোঃ আকবর হোসেন চৌধুরী।

 

তিনি বলেন প্রশিক্ষনের মাধ্যমে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে এমন খেলোয়ার তৈরি করতে হবে, রাস্তাঘাট নির্মান ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত রয়েছে। প্রতিটি এলাকায় অঞ্চলভিত্তিক বাজার করার চিন্তা পৌরসভা করছে। এছাড়া বনরূপা এলাকায় একটি পাবলিক টয়লেট স্থাপনের জন্য বন বিভাগের জায়গা পাওয়ার বিষয়ে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে রেডিও সেন্টারে সামনে যে ডাম্পিং স্টেশন রয়েছে তা স্থায়ীভাবে সাপছড়ি করার চিন্তা ভাবনা পৌরসভার রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত