খাগড়াছড়িতে সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Published: 28 Jul 2018   Saturday   

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

পৌর টাউন হলে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,শান্তির প্রতিক সাদা পায়রা ও বেলুন উঠিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করবেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী।

 

মো: মুমিনুল হকের সঞ্চালনায় খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধর এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি ও জেলা সমবায় কর্মকর্তা রতœ কান্তি রোয়াজা, চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক গ্রুপের সভাপতি আব্দুল মান্নান,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন টিটো, খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: ইউনুছ প্রমূখ। এছাড়াও এতে সমিতির নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

 

বার্ষিক সাধারণ সভায় পরিবহণ সেক্টরের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়সহ সচেতনতা মুলক আলোচনা ও আয়-ব্যায়সহ পরিবহন চালক মরহুম আব্দুল কুদ্দুসকে কল্যাণ ফান্ড থেকে ২লক্ষ টাকা হস্তান্তর করা হয়।

 

প্রধান অতিথি বলেন, দক্ষ চালক দিয়ে যানবাহন চলাচলসহ সর্তক থাকলে পথচারী ও যাত্রীদের জীবন বাঁচবে বলে মন্তব্য করে প্রধান অতিথি বলেন, সচেতনতাই পারে সব দূর্ঘটনা রোধ করতে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত