পার্বত্যাঞ্চলের ঘোনাগুলোতে ক্রীক পদ্ধতিতে মৎস্য চাষ প্রকল্পটি বন্ধে পায়তারা চলছে-ফিরোজা বেগম চিনু এমপি

Published: 28 Jul 2018   Saturday   

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু  অভিযোগ করেছেন, পার্বত্যাঞ্চলের ঘোনাগুলোতে ক্রীক পদ্ধতিতে মৎস্য চাষ প্রকল্পটি বন্ধে একটি কুচক্রী মহল উঠেপরে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ প্রকল্পটি পুনরায় চালু হতে যাচ্ছে।  এ প্রকল্পটির মাধমে পাহাড়ের মৎস্যচাষীরা আত্নকর্মসংস্থানের পাশাপাশি বাইরের জেলায় রপ্তানি করে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব।

 

শনিবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, মৎস্য গবেষনা ইনস্টিটিউটের উপকেন্দ্র প্রধান ও উদ্ধর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটির বিভিন্ন উপজেলার তিনজন মৎস্যচাষীদের মাছচাষে বিশেষ অবদানের জন্য সম্মননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।

 

অতিথির বক্তব্যে  ফিরোজা বেগম চিনু এমপি আরো বলেন, বর্তমান সরকার মৎস্য’সহ সকল সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলে বিশ্বে মৎস্য উৎপাদন দেশ হিসেবে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।

 

 তিনি বলেন, তিনি বলেন, তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করার। তার সুযোগ্য কণ্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জাতির পিতার সেই স্বপ্ন পূরনে কাজ করে চলেছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীরক্ষর জাতিগোষ্ঠীকে শিক্ষিত করন, কৃষি, স্বাস্থ্য’সহ সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছে বর্তমান সরকার। তিনি প্রধানমন্ত্রীর ২০২১ ও ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পাহাড়ের যে সমস্ত পুকুর, জলাশয় ও ঘোনাগুলো রয়েছে সেগুলোতে মাছ চাষ করে যুবরা স্বাবলম্বী হতে পারে। এ জন্য সরকার যুবদের সবসময় সহযোগিতা করছে। সরকারের সুযোগ ও সহযোগিতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত