বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় ইউপিডিএফ প্রধানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

Published: 29 Jul 2018   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেতাগিছড়া এলাকায় বন্দুক যুদ্ধের ঘটনায় বন কুসুম চাকমা নিহতের ঘটনায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসা ও সচিব চাকমাসহ ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। রোববার নিহতের ভাতিজা নিয়ন চাকমা  বাদী হয়ে বাঘাইছড়ি থানায়  হত্যা মামলা করেন।

 

দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মামলার বাদী ও তার চাচা নিহত বন কুসুম চাকমা জমিতে কাজ কাজ করছিলেন। এসময় মামলার প্রধান আসামী প্রসীত বিকাশ খীসা ও সচিব চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সদস্য প্রতিপক্ষ এমএন লারমা গ্রুপের জেএসএস(সংস্কারপন্থী) সমর্থক সন্দেহে মারাতœক অস্ত্র দিয়ে তার চাচাকে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে গুলিতে হত্যা করে ফেলে রেখে যায়। তিনি ওই সময় জমির পাশ্ববর্তী জঙ্গলে লুকিয়ে প্রাণে রক্ষা পান। পরে তিনিসহ এলাকার লোকজন ঘটনার ব্যাপারে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।  মামলায় ইউপিডিএফের প্রধান প্রসীত বিকাশ খীসা,সচিব চাকমা, রবি শংকর চাকমা, মাইকেল চাকমাসহ ৪৪ জনের নাম উল্লেখ ছাড়াও আরো অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করা হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন  সত্যতা স্বীকার করে জানান, নিহত বন কুসুম চাকমার ভাতিজা নিয়ন চাকমা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে মামলা (মামলা নং ১/১৩) দায়ের করেছেন।

 

উল্লেখ্য, গেল বৃহপতিবার ইউপিডিএফের সাথে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে বন্দুক যুদ্ধের বন কুসুম চাকমা(৩৫)  নামের এক ব্যক্তি হন। ঘটনার তিন দিন পর নিহতের ভাতিজা নিয়ন চাকমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত