দীঘিনালায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 30 Jul 2018   Monday   

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল নামক এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ।

 

ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা সংসদের উদ্যোগে সকাল ১১টায় শহরের বনরূপা কাটাপাহাড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুযা, সাধারণ সম্পাদক মিশু দে, শহর কমিটির সভাপতি নোবেল বড়ুয়া, জেলা কমিটির সদস্য সদস্য বিধান চাকমা, অঞ্জুলাল ত্রিপুরা প্রমুখ। এসময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ধর্ষণ ও হত্যার ঘটনা দিনদিন বেড়েই চলছে। ধর্ষকেরা বারবার এ ধরণের ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে। এদের বিচার আওতায় না আনাতে অন্যরাও এ ধরণের ঘটনা ঘটাতে দ্বিধাবোধ করছে না। আর বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টিই বারবার এ ধরণের ঘটনার জন্য দায়ী।’

 

বক্তাারা আরো বলেন, ‘আজ কেবল পাহাড়ে নয়, সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। সরকারকে ধর্ষণ, নারী নিপীড়ণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’ বক্তারা কৃর্তিকা ত্রিপুরাকে ‘ধর্ষণের পর হত্যা’র ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

উল্লেখ্য , গেল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির নিচের জঙ্গলে কৃর্তিকার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্বজনেরা। পরে পুলিশ ঘটনাস্থলে এস ওই বাড়ির নিচের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। রবিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নয়নময় ত্রিপুরাকে প্রধান করে চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত