স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবীতে উত্তাল খাগড়াছড়ি

Published: 30 Jul 2018   Monday   

স্কুলছাত্রী কৃর্ত্তিতা ত্রিপুরার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় খাগড়াছড়ি উত্তাল হয়ে উঠেছে। সোমবার এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। এসব সমাবেশ থেকে বিক্ষোভকারীরা খুনী ও ধর্ষণকারী যেই হোক দোষীদের ফাসিঁর দাবি জানিয়েছেন।

 

সকাল নয়টায় খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খাগড়াছড়ি জজ কোট এর প্রধান ফটকের সন্মুখে সমাবেশ করে। বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ও ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হলেও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

 

বিক্ষোভ সমাবেশে মারমা স্টুডেন্টস্ কাউন্সিল ও ত্রিপুরা ছাত্র ও যুব ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতৃবৃন্দ সংহতি বক্তব্য রাখেন।

 

অপরদিকে খাগড়াছড়ির কেন্দ্রস্থল শাপলাচত্ত্বরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ছাত্র সংগঠন মানববন্ধন করেছে। এসব মানববন্ধন থেকে ধর্ষণকারী ও খুনিদের গ্রেফতার ও ফাসিঁর দাবি জানানো হয়। সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, নয়মাইল গুচ্ছগ্রাম এলাকাবাসী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

 

এদিকে দিঘীনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ জানান, ঘটনার ব্যাপারে বিভিন্ন দিক বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।তবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

 

উল্লেখ্য; গেল শনিবার দুপুরে টিপিন ছুটির সময় বাড়িতে খেতে যায় কৃর্ত্তিতা ত্রিপুরা। এরপর সে আর স্কুলে ফিরেনি। সন্ধ্যায় সে বাড়িতে না ফিরলে তার আত্বীয়-স্বজন খোঁজা খুঁজির এক পর্যায়ে রাতে গ্রামের পাশে জঙ্গলে কৃর্ত্তিতা ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। কৃর্ত্তিতা ত্রিপুরা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত