স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান

Published: 31 Jul 2018   Tuesday   

ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার দীঘিনালার স্কুলছাত্রী কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।

 

মঙ্গলবার জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সরেজমিনে দীঘিনালা উপজেলার নয়মাইলস্থ চন্দ্র কিরণ কার্বারী পাড়ায় কৃত্তিকাদের বাড়িতে যান। কৃত্তিকার বিধবার মা অনুমতি ত্রিপুরার হাতে এসময় নগদ ৫০ হাজার টাকা তুলেন। এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, জুয়েল ত্রিপুরা এবং জেলা ছাত্রলীগ সভাপতি টেকো চাকমা উপস্থিত ছিলেন।

 

চেয়ারম্যান কৃত্তিকা ত্রিপুরার পরিবারের পাশে সবসময় থাকবে উল্লেখ করে বলেন, কৃত্তিকা আর ফিরে আসবে না। তার স্মৃতি রক্ষার্থেও তার বিদ্যালয়ে উদ্যোগ নেয়া হবে। স্মৃতিচিহ্নের মাধ্যমে তার সহপাঠীরা এ ধরনের জঘন্যতম অপারাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা পাবে।

 

চেয়ারম্যান কৃত্তিকার মা শোকাহত অনুমতি ত্রিপুরাকে সমবেদনা জানিয়ে আরো বলেন, কৃত্তিকার ওপর যা ঘটেছে তা বর্বরতম অমানবিক অপরাধ। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় কঠিন শাস্তি প্রদানে প্রশাসন দ্রুতগতিতে কাজ করছে।

 

উল্লেখ্য, গেল ২৮ জুলাই রাতে দীঘিনালার নয় মাইল নামক এলাকায় বাসার সামনে একটি সেগুন বাগান থেকে ৫ ম শ্রেণির ছাত্রী কৃত্তিকা ত্রিপুরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত