স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 01 Aug 2018   Wednesday   

খাগড়াছড়ির দিঘীনালার ৯ মাইল এলাকায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষণ  হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বুধবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

 

ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, মারমা স্টুডেন্ট কাউন্সিল, সম্মিলিত ছাত্র জোটসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে  ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের রাঙামাটি শাখার সভাপতি হৃদয় ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে মধ্যে অন্যান্যর বক্তব্যে রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি বিপুল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারন সম্পাদক জেক ত্রিপুরা, হিমা ত্রিপুরা, শিখা ত্রিপুরা, মারমা স্টুডেন্ট কাউন্সিল সভাপতি উষামং মারমা, সাধারন সম্পাদক মংচিং মারমা প্রমুখ। 

 

এর আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে মানববন্ধন করে।

 

সমাবেশে বক্তারা  কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষনের পর  হত্যার ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানান।

 

উল্লেখ্য ,গেল শনিবার রাতে দীঘিনালার নয় মাইল এলাকা  জঙ্গল থেকে কৃত্তিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ  শাহ আলম, নজরুল ওরফে ভান্ডারী  ও মনির হোসেন নামের তিন জনকে আটক করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত