স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যা ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 02 Aug 2018   Thursday   

দিঘীনালার নয় মাইল এলাকায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি সাহিত্য পরিষদ।

 


জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি হাসান মঞ্জু, সাধারন সম্পাদক তৌফিক হোসেন,সহ-সভাপতি মোঃ ইসাক, কবি জগৎজ্যোতি চাকমা, সুপ্রীতি ভট্টাচার্য্য প্রমুখ।


সমাবেশে বক্তারা, দিঘীনালার ৯ মাইল এলাকায় ৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীজানান।


উল্লেখ্য,গেল শনিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকা জঙ্গল থেকে কৃত্তিকার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত