রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

Published: 02 Aug 2018   Thursday   

রাঙামাটিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) রাঙামাটির উদ্যোগে সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটির সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপসি চাকমা এবং সনাক ও সনাক শিক্ষা উপকমিটির সদস্য নিরূপা দেওয়ান। এছাড়া রাজ দ্বীপ, ঝগড়াবিল ও জালিয়া পড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আরিফ হোসেন।


মতবিনিময় সভায় শিক্ষার মানউন্নয়নে যথাযথ মনিটরিং, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি বিষয়েকরণীয়, শিক্ষকদের বাড়ি পরিদর্শন, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় টিআইবি এরিয়া ম্যানেজার দ্রুত জরিপ তথ্যের আলোকে রাঙামাটি রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমান চিত্র তুলে ধরে বলেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে সভা হলেও তাদের মধ্যে যথাযথ সচেতনতা বৃদ্ধির জন্য তা যথাযথ নয়।

 

তিনি আরো জানান, শ্রেণী কক্ষে শিক্ষক উপস্থিতি বৃদ্ধি পেলেও অনেক শিক্ষার্থী উপস্থিতি অনিয়মিত। তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে নারী সদস্যর কার্যকর ভূমিকা এবং সক্রিয় মা দল বিদ্যালয়ের এই সব সমস্যা দূর করতে পারে বলে মত প্রকাশ করা হয়।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, যে সব বিদ্যালয়ের মানউন্নয়নের জন্য সনাক-টিআইবি কাজ করে যাচ্ছে সেখানে অবশ্যই শিক্ষার্থী পাশের হার শতভাগ করতে হবে এবং সেখান থেকে অন্তত একজন জিপিএ ৫ পাবে। এই বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মূল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সভাপতির বক্তব্য অমলেন্দু হাওলাদার বলেন, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য সনাকের এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার সহযোগিতা অব্যহত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত