৫ম শ্রেণী ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

Published: 02 Aug 2018   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নিমর্মভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামপাহাড়িছাত্রপরিষদ (পিসিপি)সহ তিনটি সংগঠন।


পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক কল্যান চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পানছড়ি উপজেলা পুজগাং স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুজগাং বাজারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ডিওয়াইএফ’র উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুরমঙ্গল চাকমা, পিসিপি’র সাবেক উপজেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি জেলা সদস্য হিমেল চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি সদস্য সঞ্জয় চাকমা, এইচডব্লিউএফ’র উপজেলা শাখার সদস্য মিতালী চাকমা।


সমাবেশে বক্তারা কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত ধর্ষণ-খুনের ঘটনায় সুষ্ঠুবিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। অপরাধীরা পার পেয়ে এমন নৃশংস ঘটনা সংঘটিত করতে উৎসাহিত হচ্ছে।


বক্তারা অবিলম্বে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত