রাঙামাটিতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

Published: 04 Aug 2018   Saturday   

রাঙামাটিতে মালিন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার বক্তারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন এবং এর প্রয়োগে সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন।

 

তারা বলেছেন পার্বত্য চট্টগ্রামে চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজির অর্থ ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা তার উপর কড়াকড়ি নজর ও প্রতিরোধসহ আইনের আওতায় আনতে আইন-শৃংখলা বাহিনীকে অবগত করতে হবে।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাচলং মিলনায়তনে তিন পার্বত্য জেলার বানিজ্যিক ব্যাংক শাখার কর্মকর্তাদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টালিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর ও বিএফআইইউ’র প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের প্রধান মোঃ ছালে ইকবাল, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ূন কবীর, ডিজিএফআই’র রাঙামাটি ইউনিটের অধিনায়ক কর্নেল শামসুল আলম। স্বাগত বক্তব্যে রাখেন ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। এ প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার বানিজ্যিক ব্যাংকসমূহের ৫৭ জন শাখা কর্মকর্তা অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান পার্বত্য এলাকায় চোরাচালানি, সন্ত্রাস ও সন্ত্রাসীদের চাদাবাজির অর্থ ব্যাংকে লেনদেন হচ্ছে কিনা স্থানীয় ব্যাংকগুলোকে আরো কঠোর নজরদারী বাড়ানোর পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত