লামায় স্প্রীড বোট ডুবে ৩ জন নিখোঁজ, ১৪জন জীবিত উদ্ধার

Published: 04 Aug 2018   Saturday   

লামায় ইঞ্জিন চালিত স্প্রীড বোট ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ রয়েছে। শনিবার বিকাল ৪টায় লামামুখ এলাকার পোপা খাল ও লামা খালের মোহনায় এই দূর্ঘটনা ঘটে।

 

নিখোঁজ ব্যক্তিরা হলেন, লামা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লাইল্লা পাড়ার পয়অং ম্রো এর ছেলে মেনপ্রে ম্রো (৩৫), একই ইউনিয়নের তাউ পাড়ার চিংক্রাত ম্রো এর ছেলে রেংপাং ম্রো (৪০) ও ফাইতং চিংকক পাড়ার লোলেক ম্রো (৫৫)। সে বর্তমানে নতুন লাইল্যা পাড়ায় শশুরবাড়িতে বসবাস করেন।

 

নৌকা যাত্রী নিয়ং ম্রো (১৩) বলেন, সাপ্তাহিক হাট লামা বাজার থেকে বাজার করে স্প্রীড বোটে করে বাড়ী যাচ্ছিলাম। লামা খাল আর পোপা খালের মেহনায়(মুখে) বোটটি আসলেই পানির ঘুর্নিপাকে পড়ে গেলে মূর্হুরতের মধ্য বোটটি ডুবে যায়। কিভাবে বাঁচে উঠেছি একমাত্র ভগবান জানে।

 

অন্যদিকে স্প্রীডবোট ডুবে যাওয়ার ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী মেনতাই ম্রো (৩৫), মংপুং ম্রো (৪০) ও সাংরাউ ম্রো (৪৫) বলেন, আমরা ১৬ জন মুরুং সম্প্রদায়ের লোক আর একজন মুসলিম সম্প্রদায়ের লোক ছিলো। আমরা ১৪ জন খালের পাড়ে উঠে আসতে পেরেছি। বাকী ৩ জনকে পাওয়া যাচ্ছেনা।

 

নৌকার মাঝি মো. শফিকুল ইসলাম বলেন, লামামুখ মাতামুহুরী নদীর নৌকা ঘাট হতে ১৭ জন যাত্রী নিয়ে পোপা খাল দিয়ে তাউ পাড়া যাচ্ছিলাম। লামামুখ ঘাট হতে ৫শত গজ দূরে মাতামুহুরী নদী ও লামা খালের মোহনায় নৌকা পৌঁছালে উজানের পানির ধাক্কায় নৌকা উল্টে যায়। এসময় ১৪ জন যাত্রী সাঁতার কেটে উঠে আসলেও বাকী ৩জন যাত্রী পানিতে ডুবে যায়।

 

লামা ফায়ার সার্ভিস উদ্ধার দলের লিডার বিশান্তর বড়ুয়া বলেন, লামামূখ দু`খালের মোহনায় স্প্রীডবোট ডুবে ৩ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম হতে ডুবুরী আনার ব্যবস্থা করা হয়েছে।

 

এ ব্যাপারেরে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ডুবে যাওয়া ব্যাক্তিদের উদ্ধারে চট্রগ্রাম থেকে ডুবুরি আনার ব্যবস্থা করা হয়েছে। আসলেই উদ্ধার অভিযান শুরু হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত