রাঙামাটিতে গ্রীনহীলের চার দিন ব্যাপী ইন্টেগ্রেটেড ট্রেনিং এর উদ্ধোধন

Published: 05 Aug 2018   Sunday   

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহীলের উদ্যোগে ”এডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ(এইউএইচসি) প্রকল্পের তিন পার্বত্য জেলায় ১৮ উপজেলায় নতুন নিয়োগকৃতদের রোববার থেকে রাঙামাটিতে চার দিন ব্যাপী ইন্টেগ্রেটেড ট্রেনিং এর উদ্ধোধন করা হয়েছে। 

 

আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে গ্রীন হিল-সূর্যের হাসি নেটওয়ার্ক প্রকল্প ”এডভান্সিং ইউনিভার্সেল হেলথ কভারেজ (এইউএইচসি)  প্রকল্পের উদ্যোগে এবং কেমোনিকস ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরী সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহারঞ্জন নন্দী।  ডেপুটি সিভিল সার্জন মহোদয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা। গ্রীনহীলের কর্মসূচী পরিচালক  লাল ছোয়াক লিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সাবেক সিভিল সার্জন ডাঃ উদয় শংকর দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক সাইলু মং মারমা।

 

প্রধান অতিথি  বক্তব্যে  ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহারঞ্জন নন্দী বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলে স¦াস্থ্য সেবা দোড়গোড়ায় পৌছাতে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাদের কার্যক্রমও এগিয়ে আসতে হবে। তবে রাঙ্গামাটি জেলায় মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেকাংশে কম বলে উল্লেখ করেন। গ্রীন হিলের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষৎতে ও সব সময় গ্রীনহিলের যে কোন সাহায্য-সহযোগিতা ও পাশে থাকার  আশাবাদ ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ উদয় শংকর দেওয়ান বলেন, দীর্ঘ বছর সরকারী চাকুরী জীবনে এ অঞ্চলে সাধারণ মানুষের জন্য সেবা করে আসছি। আগামীতেও গ্রীন হিল সূর্যের হাসি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবাদানে অবদান রাখার জন্য নিজেকে নিয়োজিত করেছি।

 

সভাপতির বক্তব্যে লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া বলেন, সরকার ও সংশ্লিষ্ট বিভাগ সমূহে স্বাস্থ্য সকলেরই াথে সুসম্পর্ক বজায় রেখে গ্রীন হিল-এইউএইচসি প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকলেই সমনি¦ত উদ্যেগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা বিশেষ করে গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত