খাগড়াছড়ির বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Published: 05 Aug 2018   Sunday   

দীর্ঘ প্রতীক্ষার পর খাগড়াছড়িবাসীর বিদ্যুৎ ভোগান্তির অবসান হয়েছে। রোববার দুপুরে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রীড উপকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ভিডিও কনফারেন্সের সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম প্রমূখ।
এর আগে গেল ৫ এপ্রিল খাগড়াছড়ির শহরতলী ঠাকুরছড়ায় নির্মিত গ্রীড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি ও আশপাশ এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুতের সংযোগ দেয়া হয়।


সরকার ও এডিবি‘র সহায়তায় শহরতলীর ঠাকুরছড়ায় ৬ একর জায়গার উপর প্রায় গ্রীড উপকেন্দ্রটি স্থাপিত হয়। ৩৯৬ কোটি টাকা ব্যয়ে পুরো সঞ্চালন লাইন ও উপকেন্দ্র নির্মাণ কাজ করেছে বিদেশি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কেবল উপকেন্দ্রটি নির্মানে খরচ হয় ৫৪ কোটি ৫৭ লাখ টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত