জুরাছড়িতে জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

Published: 06 Aug 2018   Monday   

সোমবার রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সার্বিক বিষয় নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা। মতবিনিময় সভা শেষে পরিষ চেয়ারম্যান জুরাছড়ি উপজেলায় জেলা পরিষদ কর্তৃক নব নির্মিত বিশ্রামগ্রার নির্মাণ কাজের পরিদর্শন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ বাস্তবায়ন করতে সরকারি কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বরেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য এলাকার সকল জনগণের জন্য কাজ করছে। দুর্গম এলাকাগুলোতে এই সেবাগুলো পৌঁছে দেয়ার দায়িত্ব হচ্ছে হস্তান্তরিত বিভাগসমূহের। তাই হস্তান্তরিত বিভাগসমূহের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, আমরা উন্নয়ন কর্মকান্ড করতে চাচ্ছি কিন্তু করতে পারছি না। বিভিন্নভাবে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত হচ্ছে। সরকার এদেশকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে পোঁছানোর জন্য এবং পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত