খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

Published: 07 Aug 2018   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

নিরাপদ সড়কের দাবিসহ ৯ দফা দাবিতে  সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ করা হয়।

 

হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা পরিষদ ও রেড স্কোয়ার হয়ে চেঙ্গী স্কোয়ারে যেতে চাইলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পুলিশ বাধা  দেয়। পরে সেখান থেকে প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারের শহীদ অমর বিকাশ চাকমা সড়কে  গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ-এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, এইচডব্লিউএফ জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা, সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার ও ছাত্রদের নয় দফা দাবি বাস্তবায়ন, দীঘিনালা নয় মাইলে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা, দীঘিনালা চৌধূরী পাড়া ও মাটিরাঙ্গা গোমতিতে পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পার্বত্য চট্টগ্রামে খুন-গুম-হত্যা অপহরণ বন্ধের দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত