সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক প্রকল্পের স্বাস্থ্য কর্মীদের ৪দিনের প্রশিক্ষণ সমাপ্ত

Published: 08 Aug 2018   Wednesday   

গ্রীনহীলের পরিচালনায় সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক প্রকল্পের বিভিন্ন বিষয়ের উপর স্বাস্থ্য কর্মীদের রাঙামাটিতে বুধবার চার দিন ব্যাপী সমন্বিত প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

 

আশিকা সম্মেলন কক্ষে সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন হিলের উপ নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান, কর্মসূচী পরিচালক লাল ছোয়াক লিয়ানা পাংখোয়া, সাবেক সিভিল সার্জন ও মনিটরিং অফিসার ডাঃ উদয় শংকর দেওয়ান এবং গ্রনি হিল-এইউএইচসি প্রকল্পের প্রকল্প পরিচালক সাইলু মং মারমা। প্রশিক্ষণে  অংশগ্রহনকারী মোট ৩২ জন প্রকল্পের কমী মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তাগরা বলেন, পেশাগত দায়িত্ব আন্তুরিকের সাথে পালনের পাশাপাশি সেবা মনোভাব নিয়ে কাজ করা আহ্বান জানান এবং প্রশিক্ষণে লব্ধ জ্ঞানকে প্রকৃতভাবে কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে অধিবাসী পার্বত্য জনগোষ্ঠিকে সেবা দানে নিজেকে আতœ নিয়োগ করার জন্য আহবান জানান।

 

চার দিন  ব্যাপী প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ডেপুটি সির্ভি সার্জন, ডা. নিহারঞ্জন নন্দী,  ডেপুটি ডিরেক্টর অব ফ্যামিলী প্লানিং (ডিডিএফপি ডা. বেবী, ত্রিপুরা, ডা. দিব্য শেখর চাকমা গ্রীনহলের এইউএইচসি মনিটরিং অফিসার ডা. উদয় শংকর দেওয়ান।

 

উল্লেখ্য,ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক দাতা সংস্থা কেমোনিকস ইন্টারন্যাশনাল-এর কারিগরী সহায়তায় সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্কের একটি প্রকল্প অ্যাডভান্সিং ইউনিভার্সাল হেল্থ কভারেজ (এইউএইচসি) নামক বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদানের  লক্ষে স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করছে।  গেল  ৫ আগষ্ট  প্রকল্পের স্বাস্থ্য সেবা উপর কারিগরী জ্ঞান, স্বাস্থ্য কর্মী দায়িত্ব ও কর্তব্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের উপর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত