রাঙামাটিতে বিভিন্ন যানবাহনে বিরুদ্ধে ৪৩৮টি মামলা দায়ের

Published: 11 Aug 2018   Saturday   

দেশ ব্যাপী ট্রাফিক পুলিশ সপ্তাহ্ অংশ হিসেবে শনিবার রাঙামাটিতেও ট্রাফিক পুলিশ সপ্তাহ শেষ হয়েছে। ট্রাফিক সপ্তাহ চলাকালে গেল এক সপ্তাহে বিভিন্ন যানবহনের বিরুদ্ধে সর্বমোট ৪৩৮টি মামলা ও ১ লাখ ৮৬ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশ


জানা গেছে, দেশ ব্যাপী ট্রাফিক পুলিশ সপ্তাহ্ অংশ হিসেবে গেল ৫ আগষ্ট থেকে রাঙামাটি জেলায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহনের উপর ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এতে গাড়ীর ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪শ’৩৮টি মামলা ও ১লাখ ৮৬ হাজার ৮৫০টাকা জরিমানা করা হয়। এর মধ্যে যাত্রীবাহী বাস-২২টি,ট্রাক-১৫টি,কাভার্ডভ্যান-৬টি,পিকআপ ৮টি,মাইক্রো-৬টি, কার-৩টি,মোটরসাইকেল-১৭৬টি,সিএনজি-১০৭টি ও হিউম্যানহলার ১টি।


রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম জানান, রাঙামাটিতে ট্রাফিক পুলিশ সপ্তাহ চলাকাে সারা দেশের মত এখানে তেমন কড়াকরি ভাবে যানবাহন চেকআপ করা হয়নি। তার কারন হলো এখানে একটি মাত্র সড়ক ও এ শহরে সিএনজির বিকল্প কোন যানবাহন নেই। তার পরও যেতটুকু পালন করা হয়েছে এতে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে।


পুলিশ সুপার মো.আলমগীর কবির বলেন,বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইন্সেসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরিক্ষায় ট্রাফিক পুলিশ কাউকে হয়রানি করেনি। রাঙামাটির মানুষ অনেক সহযোগিতা করেছেন পুলিশকে।


তিনি আরো জানান, ট্রাফিক সপ্তাহের গেল সাত দিনে এখানকার মানুষ সচেতন হয়ে যানবাহনের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র তৈরী করতে শুরু করেছেন। আগে লোকজন গাড়ির কাগজপত্র সাথে রাখতেন না। ট্রাফিক পুলিশ সপ্তাহ থেকে শিক্ষা নিয়ে এখন সবাই গাড়ির কাগজপত্র সাথে রাখছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত