কাউখালীর বেতবুনিয়ায় এক ক্ষুদ্র ব্যবসায়ী লাশ উদ্ধার

Published: 12 Aug 2018   Sunday   

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন থেকে মোঃ জয়নাল আবেদীন (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের দুর্গম চৌধুরী পাড়া এলাকায় মাটিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। 

 

কাউখারী থানা পুলিশ জানায়, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার বাসিন্দা মৃত দুলা মিয়ার পুত্র গরু ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীন শনিবার সকালে বাড়ী থেকে বের হন। ওইদিন সকালে ৪০ হাজার টাকা নিয়ে গরু কিনতে দূর্গম পাহাড়ে যান জয়নাল। এর মধ্যে শনিবার দুপুর ১২ টার দিকে তার পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করে। দুপুর গড়িয়ে সন্ধ্যা অবদি বাড়ী না ফেরায় এবং তার সাথে থাকা মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোজাখাজি কওে তাকে তার খোজ পায়নি। রোববার দুপুরের দিকে স্থানীয়রা বেতবুনিয়া চৌধুরী পাড়া এলাকার নির্জন স্থানে মাটিতে পুতে রাখা অবস্থায় কিছু একটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কাউখালী থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে নিখোজ গরু ব্যবসায়ী জয়নালের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। পুলিশের ধারনা জয়নালের সাথে টাকা থাকায় তা ছিনিয়ে নিয়ে দুর্কৃত্তরা তাকে হত্যা করতে পারে। এ ব্যাপারে নিহত জয়নালের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


নিহতের পারিবারের দাবী জয়নাল বাড়ী থেকে বের হওয়ার সময় ৪০ হাজার টাকা সাথে নিয়ে পাহাড়ী গরু বিক্রেতাদের কাছ থেকে গরু কিনতে দূর্গম পাহাড়ে যায়। পরিবারে ধারনা ওই দালাল চক্রই জয়নালকে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে থাকতে পারে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুতে রেখে যায়। নিহত ব্যক্তি এলাকায় গরু ও মুরগীসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করতেন। পুলিশ হত্যার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত