রাঙামাটিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

Published: 12 Aug 2018   Sunday   

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষেরোববার রাঙামাটিতে আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়েছে।

 

“যুবদের জন্য নিরাপদ অবস্থান” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিব উল্যা। এ সময় যুব উন্নয়নের কো-অর্ডিনেটর বিপুল চাকমা, সিনিয়র প্রশিক্ষক মোঃ শহীদুল ইসলাম ও শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাছির উদ্দিন বক্তব্য রাখেন। পরে ৩টি সফল সংগঠনকে যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, যুব সমাজকে সম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তাই তাদের বেশী বেশী করে প্রশিক্ষণ প্রদান করে আতœ কর্মসংস্থানের জন্য উদ্বুব্ধ করতে হবে। তিনি যুবদের উদ্দেশ্যে বলেন, চাকুরির দিকে না তাকিয়ে নিজ উদ্যোগে প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে হবে। তবেই সফলতা আসবে। আর সমাজে একজন সফলতাকারীকে অনুকরণ করে আরো অনেক যুবক উদ্যোগী হয়।


তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুবদের এগিয়ে আসতে হবে। কারণ মাদকের ছোবলে অনেক যুবক নিজের এবং সমাজের ক্ষতিসাধন করছে। মাদক ও সন্ত্রাস কখনো সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেনা। তিনি বলেন, ৭১’এর মহান স্বাধীনতা যুদ্ধে যুবদের অংশগ্রহণ ছিল বলেই দেশ আজ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাসবাদ নির্মূলে যুবদের ভূমিকা রাখতে হবে। তিনি সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধ করে সুখী ও সুন্দর দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত