রাঙামাটিতে সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিল্পীদের পুরস্কার বিতরণ

Published: 12 Aug 2018   Sunday   

রোববার রাঙামাটি শিল্পকলা একাডেমীতে রাঙামাটি নাটঘর একাডেমী ও নানিয়ারচর সংগীত একাডেমীর যৌথ উদ্যোগে সংগীত পরীক্ষা-২০১৭ এর উত্তীর্ণ শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। 

 

ধ্রুব সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাট ঘর একাডেমীর সভাপতি প্রনব চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর কাউন্সিলর ও বিশিষ্ট কন্ঠ শিল্পী কালায়ন চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী অনন্ত চাকমা, রাঙামাটি নাটঘর একাডেমীর অধ্যক্ষ সচিব চাকমা, নানিয়ারচর সংগীত একাডেমীর অধ্যক্ষ তপন জ্যোতি চাকমা প্রমুখ।


পরে সংগীত পরীক্ষা-২০১৭ এতে উত্তীর্ণ শিল্পীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এরপূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেন। এতে অংশ নেন, যথাক্রমে জুনান চাকমা, মিস উখই মারমা, মৈত্রী চাকমা, নুমরাত জাহান, কাইনি চাকমা, শ্রেয়সী চাকমা, স্মীতা, মৌমিতা, শিরোপা, এনড্রিনা, মিতা, সুবর্ণ চাকমা,শ্রগড়ি চাকমা, অরুনা দেওয়ান, পবিত্র চাকমা, সুপ্রতিম চাকমা, মৃত্তিকা চাকমা, শতাব্দি, অন্বেষা চাকমা প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের শিল্পীদের প্রতিভা বিকাশে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন গুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এখানে বিভিন্ন জাতিসত্বার রয়েছে বৈচিত্রপূর্ণ কৃষ্টি - সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য। যা সম্প্রীতির বাংলাদেশের মূলধারার সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত