এতিমখানা ও মোনঘর শিশু সদনে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

Published: 14 Aug 2018   Tuesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটির বিভিন্ন এতিম খানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য জেলা পরিষদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে  পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার এতিমখানার অধ্যক্ষ ও মোনঘর পরিচালনা কমিটির সভাপতির হাতে এ নগদ অর্থ তুলে দেন। এসময় জেলা পরিষদ এর সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। বিতরণকৃত প্রতিষ্ঠানের মধ্যে   ৫টি এতিমখানা ও ১টি শিশু সদন রয়েছে।

 

নগদ অর্থ প্রদানকালে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অকুতোভয় দেশপ্রেমিক স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা জাতির প্রাণপুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্তির শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শিশু যাতে পেট ভরে খেতে পারে সে লক্ষেই এ অর্থ প্রদান করা হচ্ছে।

 

চেয়ারম্যান শোকদিবসে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় এ মহান ব্যক্তি ও শাহাদাৎ বরণকারী পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্নার শান্তি কামনা করার জন্য অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত