রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানের দাবীতে মানববন্ধন

Published: 14 Aug 2018   Tuesday   

রাঙামাটিকে মাদকমুক্ত করতে জোরালোভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবিতে মঙ্গলবার শহরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে  বিভিন্ন সামাজিক সংগঠন।

 

আলোর ফুল-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, আলো ফুল সংগঠনের উপদেষ্টা সুফিয়া কামাল ঝিমি, রোটারিয়ান আবু সাদৎ মোঃ সায়েমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন শহর রাঙামাটিতে মাদকসেবী ও মাদক কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো অভিযান পরিচালনা করছে না এখানকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করে রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় আনা হয়নি।

 

বক্তারা মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো অভিযান ও রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানাান। অন্যথায় সামাজিক সংগঠনের পক্ষ থেকে সচেতন বাসিন্দাদের নিয়ে মাদকসেবীদের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত