খাগড়াছড়িতে অপহৃতদের মুক্তির দাবীতে গ্রামবাসীদের বিক্ষোভ,৪ গ্রামবাসী উদ্ধার

Published: 14 Aug 2018   Tuesday   

চার গ্রামবাসীকে অপহরণের অভিযোগে মঙ্গলবার খাগড়াছড়ি-পানছড়ি সড়কের কয়েকটি স্থানে অবস্থান  নিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্দ জনতা। এতে সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

এদিকে সকাল ১০টায় এছাড়া সড়কে অবরোধকারিরা স্বনির্ভর বাজার থেকে চেঙ্গীস্কোয়ার পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে। তারা আটককৃতদের মুক্তি দাবী করে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানায়।


খাগড়াছড়ি থানার ওসি শাহাদাত হোসেন টিটু জানান ৪ গ্রামবাসী সোমবার থেকে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরকারি হাইস্কুল মাঠে একটি অটোরিক্সায় তাদেরকে দেখতে পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্বার করে থানায় নিয়ে যায়। ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরার জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।


উল্লেখ্য, সোমবার দুপুরে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ৪ গ্রামবাসীকে তাদের বহনকারি জীপ গাড়ি থেকে নামিয়ে রাখে। তারা হলো- সিন্ধু রায় ত্রিপুরা (৫০), সোহেল ত্রিপুরা (৩৪), বিমল কান্তি ত্রিপুরা (৪০) ও সুকেন ত্রিপুরা (২৮)। তারা প্রত্যেকেই ভাইবোনছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২নং প্রকল্প গ্রামের বাসিন্দা ও স্থানীয় দোকানদার।


এর আগে অজ্ঞাত দুর্বৃত্তদের হুমকির কারণে গেল ১২ আগষ্ট থেকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বেশ কয়েকটি স্থানে ছোটখাটো সব দোকানপাট বন্ধ ছিল। তাতে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে ভূক্তভোগীরা একটি স্মারকলিপি দিয়ে ফিরছিলেন। এ ঘটনার জন্য ইউপিডিএফ জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করলেও সংগঠনটির পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত