বিলাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Published: 15 Aug 2018   Wednesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় দিবস   উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিলাইছড়িতে শোক র‌্যালী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য জেলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন। উপজেলা আওলীগলীগের সভাপতি সুরেশ তংচঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা মিন্টু মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য জয়সেন তংচঙ্গ্যা’সহ বিলাইছড়ি আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম শাহীদুল আলম।

 

এর আগে এক শোক র‌্যালী বের করে র‌্যালীটি উপজেলা নৌযান ঘাট থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে  জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন  করেন।

 

আলোচনা সভায় বক্তরা বলেন, সকলকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিকে অনুসরন করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে ক্ষুধা, দারিদ্র , গরীব দু:খী মানুষের সেবা করা। তার নীতিকে অনুসরণ করেই আমাদের সামেনর দিকে এগিয়ে যেতে হবে।

 

বক্তরা আরো বলেন, পাহাড়ে এখন অধিকার আদায়ের নামে আঞ্চলিক দলগুলো যে অপরাজনীতি শুরু করেছে তা সকলকে মিলে প্রতিরোধ করতে হবে। রাজনীতি ও অধিকার আদায়ের নামে আঞ্চলিক দলগুলো চাদাবাজী, হত্যা, গুম’সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড করেই যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

 

বক্তারা এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলে সাধারণ জনগনকে আগামী সংসদ নির্বাচনে তাদের নায্য ভোট প্রদানে সহযোগিতা করতে নেতাকর্মীদের  প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত