রাজস্থলীতে জাতীয় শোক দিবস পালিত

Published: 15 Aug 2018   Wednesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৩তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে  রাঙামাটির রাজস্থলীতে বুধবার  আলোচনা ও শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উবাচ মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো, হাসিবুল হাসান। এছাড়া উপজেলা বিভিন্ন অদিপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য পরিদর্শক মো. আবু নাঈম ভুইয়া সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ছাত্রী বৈশাখি  তঞ্চগ্যা, রুইহ্লাঅং মারমা, পুচিংমং মারমা, উবাচ মারমা, মো. হাসিবুল হাসান ও এসএম মাহাবুবুল আলম প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। 

 

এর আগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত