খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত

Published: 15 Aug 2018   Wednesday   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিসব উপলক্ষে বুধবার খাগড়াছড়িতে শোক র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে।

 

জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শোক র‌্যালী বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

 

পরে পৌর টাউন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জেলা প্রশাসক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

 

বক্তারা বলেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিয়েছিল। তাদের দোসররা এখনও বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে সকলের প্রতি অনুরোধ জানান বক্তারা।

 

অন্যদিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আলাদাভাবে শোক র‌্যালী,মিলাদ মাহফিল,আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।

 

এদিকে শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  বিএমএ ও সাচিবের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বিশেষ মেডিকেল ক্যাম্প আয়োজন করে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষদ বিতরণ এবং টাউন হল প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জেলার ৫০ জন চিকিৎসক এ চিকিৎসা সেবা প্রদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত