বিলাইছড়িতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

Published: 15 Aug 2018   Wednesday   

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিলাইছড়িতে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়। 

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।

 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারুক উদ্দিন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক।


আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং যুবদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিভিন্ন অংকের ঋণ প্রদান করেন অতিথিরা।


আলোচনা সভা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালের দিকে উপজেলা প্রশাসন থেকে শোক র‌্যালী বের করে উপজেলা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনার পূর্বে বঙ্গবন্ধুর কৃতিত্বের বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 


এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত