লামায় ড্রেন থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

Published: 16 Aug 2018   Thursday   

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে  ৭টার সময়  লাশা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া  এলাকার আলী শরীফের বাড়ীর সম্মুখে বড় একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া ব্যাক্তি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের মৃত সুচিত্র শীলের ছেলে মানিক শীল (৪০) এর বলে নিশ্চিত করেছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় কয়েকজন লোকজন মিশন পাড়া রোডের সংলগ্ন পানি চলাচলের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশ ফাঁডিতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাদের ধারণামতে অতিরিক্ত মদ্যপান করে মানিক শীল রাতের কোন এক সময় রাস্তার পাশের ড্রেনে পড়ে মারা যান।

 

আজিজ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন  বলেন, উদ্ধার হওয়া ব্যাক্তি প্রায় সময় আজিজ নগরে  এসে মদ পান করতে আসতো। পুলিশ উদ্ধার করার সময়ও তার মুখ থেকে মদের গন্ধ বাহির হচ্ছিল।

 

এদিকে উপজেলার আজিজনগর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অতিরিক্ত মদ্যপানে রাতে ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত