৭ জন নিহতের প্রতিবাদে ২০ আগস্ট খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ

Published: 18 Aug 2018   Saturday   

স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফ সমর্থিত  সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের হামলার প্রতিবাদে ২০ আগস্ট সোমবার) খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ ডেকেছে  পাহাড়ি ছাত্র পরিষদসহ তিনটি সংগঠন।

 

পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,   সকাল সকাল ৮টার দিকে সংস্কারবাদী ও মুখোশদের একদল সশস্ত্র সন্ত্রাসী স্বনির্ভর বাজারে গিয়ে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করে। এতে পিসিপি’র খাগড়াছড়ি নেতাকর্মী ও পথচারীসহ ৭ জন নিহত হন।  এর ঘটনার প্রতিবাদে ২০ আগস্ট সোমবার) খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধ ডাক দেয়া হয়েছে। তবে আগামী ২২ আগস্ট মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারী ছুটির কথা বিবেচনা করে সংক্ষিপ্ত আকারে সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। অবরোধের সময় এম্বুলেন্স, রোগী বহনকারী যান, ফায়ার সার্ভিস, জরুরী বিদ্যুৎ-পানি ও ঔষধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

 

প্রেস বার্তায় জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসুচিতে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত