লামায় এক রিক্সা চালক নিহত,আটক৩

Published: 18 Aug 2018   Saturday   

শনিবার লামায় এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। তার নাম রবিউল ইসলাম (২৮) । এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তি লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ডলুঝিরি পাড়ার মৃত মোহাম্মদ নাছিরের ছেলে। তিনি পেশায় একজন রিক্সা চালক।

 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, লামা বাজারের গরুর হাট থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন পার্শ্ববর্তী বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যার বিল এলাকার বাবলু (৩৮) নামরে এক গরুর মালিক। এসময় বাজারের কোর্ট মসজিদ সংলগ্ন রাস্তায় গরুর সাথে রিক্সায় ধাক্কা লাগে। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গরুর মালিক তাকে আঘাত করলে সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তুলে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ জিয়াউল হায়দার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জনতার কাছে আটক পুলিশ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃত হল, শহিদুল ইসলাম (২৩), মো. ওসমান গনি (২২) ও মো. ফজর আলী(২৮)।

 

লামা থানা ওসি তদন্ত মোঃ লিয়াকত আলী জানান, রিক্সার সাথে গরুর ধাক্কা লাগার ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা দায়ের করনি। এ ঘটনায় যারা ঘটনা ঘটিয়েছে তারা পলাতক রয়েছে। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নিবো।  এ ঘটনায় তিন জনকে আটকের কথা নিশ্চিত করেছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত