রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে

Published: 19 Aug 2018   Sunday   

সীমান্তের ওপার থেকে নামা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু ডুবে গেছে। ফলে সেতু দিয়ে যে কোন সময় পারাপার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জানা গেছে, গেল কয়েক দিনে বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটির উপর পানি উঠে যাওয়ায় প্রতিনিয় তলিয়ে যাচ্ছে। রোববার ঝুলন্ত সেতুর পাটাতনের কয়েক ইঞ্চি পানির উচ্চতা বেড়েছে।  ফলে এবার  ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকরা ঝুলন্ত সেতুর সৌন্দর্য্য উপভোগ থেকে বঞ্চিত হবেন।

 

জানা যায়, সত্তর দশকের দিকে সরকার রাঙামাটি পার্বত্য জেলাকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে। পরে পর্যটন কর্পোরেশন পর্যটকদের পারাপারের সুবিধায় দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করে রাঙামাটির আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। এটি বর্তমানে দেশে-বিদেশে আকর্ষণীয় হয়ে ব্যাপক আকারে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতুর পূর্বদিকে কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশিসহ রয়েছে ছোট-বড় বিস্তীর্ণ নৈসর্গিক সবুজ পাহাড়। প্রতি বছর পর্যটন মৌসুমে রাঙামাটির দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটি উপভোগ করতে রাঙামাটিতে আগমন ঘটে প্রচুর পর্যটকের।  প্রতি বছর বর্ষা মৌসুমে ঝুলন্ত সেতুটি  কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যায়। কিন্তু সেতুটির পানিতে তলিয়ে যাওয়ার সমস্যার স্থায়ী কোন সমাধান কেউ করেনি।

 

রাঙামাটি পর্যটন নৌ যান ঘাটের ইজারাদার মোঃ রমজান আলী জানান, সদ্য বর্ষা শেষে উজান থেকে পাহাড়ি ঢল নামছে। ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। এতে সেতুটি গভীরে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ছয় ইঞ্চি পানিতে ডুবে গেছে সেতুটি। ফলে সেতু দিয়ে পারাপার বন্ধ হওয়ার  পথে রয়েছে।

 

রাঙামাটি সরকারী পর্যটন কমপ্লেক্সে ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, লেকের পানির উচ্চতা বৃদ্ধির কারণে পর্যটনের ঝুলন্ত সেতু পানিতে ডুবে গেছে। তবে সেতুর উপর চলাচল এখনো পুরোপুরি বন্ধ করে দেয়া হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত