বরকলে দুস্থ মহিলা ও কৃষকদের মাঝে সেলাই ও পাম্প মেশিন বিতরণ

Published: 20 Aug 2018   Monday   

বরকলের দুর্গম এলাকার মানুষের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৫০জন দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও ১৮জন কৃষকের মাঝে পরিষদ হতে পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।

 

জেলা পরিষদ সভাকক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও কৃষকদের হাতে পাম্প মেশিন তুলে দেন। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য সবির কুমার চাকমা, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা’সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য এলাকার মানুষের কল্যাণে বর্তমান সরকার খুবই আন্তরিক। আজকের এই সেলাই মেশিন ও পাম্প মেশিন প্রদান সরকারের প্রকল্পের একটি অংশ।

 

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এ এলাকার মানুষের কল্যাণে হাতে নিচ্ছে এবং বাস্তবায়ন করছে। কারণ বর্তমান সরকার পাহাড়ের মানুষকে সমতলের মানুষের ন্যায় এগিয়ে নিতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের পাশে থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই মেশিনগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। তবেই সফলতা আসবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত