খাগড়াছড়ি হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত দাবি চার সংগঠনের

Published: 20 Aug 2018   Monday   

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনের নেতাকর্মীসহ ৭ জনকে হত্যার ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটিকে প্রত্যাখান করে ঘটনার সুষ্ঠ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে পাহাড়ি ছাত্র পরিষদসহ চার সংগঠন।

 

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা,পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নিরূপা চাকমা ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা এক যৌথ বিবৃতিতে  এ প্রত্যাখানের কথা জানান।

 

বিবৃতিতে দাবী করা হয়, যে প্রশাসনের ব্যর্থতার জন্য পুলিশ ও বিজিবি সদস্যদের পাহারার মধ্যে জেলা শহরের গুরুত্বপূর্ণ বাজার স্বনির্ভরে এত বড় হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সে প্রশাসনের পক্ষে নিরপেক্ষভাবে এ ঘটনার তদন্ত করা কখনোই সম্ভব নয়। স্থানীয় প্রশাসনের কোন মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া শহরের কেন্দ্রস্থলে এসে ১০-১২ জন সন্ত্রাসীর পক্ষে ২৫ মিনিট ধরে এভাবে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে বিজিবি পোস্টের পাশ দিয়ে হেঁটে পালিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, আর তাই প্রশাসন কোনভাবে এ হত্যাকা-ের দায় এড়াতে পারে না।’

 

এদিকে হামলার দুুদিন পরও জড়িত অপরাধীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে চার সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে অভিযোগ করে আরো বলা হয় সন্ত্রাসীরা খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া, মধুপুর, তেঁতুলতলা ও খাগড়াপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

 

প্রসঙ্গতঃ ঘটনার পর খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফকে প্রধান করে চার সদস্য কমিটি গঠন করে।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও শনিবারের হত্যাকান্ড তদন্তে জেলা প্রশাসনে করা কমিটির প্রধান মোহাম্মদ আবু ইউসুফ জানান, প্রশাসন সরকারি দায়িত্বের অংশ হিসেবেই কমিটি করেছে। এরিমধ্যে আমরা অনেক তথ্য সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ে অর্থাৎ সাত কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে। বিচার বিভাগয়ি তদন্ত কমিটি গঠনের এখতিয়ার বিচার বিভাগের।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনের উদ্বেগ কাটাতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের জিওসি, বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি-এর উপস্থিতিতে গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হবে।

 

তিনি ইউপিডিএফভূক্ত চার সংগঠনের দাবির বিষয়ে বলেন, বিচার বিভাগের পক্ষেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা সম্ভব। প্রশাসনের পক্ষে যতোটুকু সম্ভব তা আন্তরিকতার সাথেই করা হচ্ছে। এবং তদন্ত কমিটির কাজও ইতিবাচক গতিতে এগোচ্ছে। কারো কোন দাবি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই করা বাঞ্চনীয়।

 

উল্লেখ্য, গেল শনিবার সকালে খাগড়াছড়ির স্বনির্র্ভর বাজারে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারায় ইউপিডিএফ সমর্থিত পিসিপির খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৬ জন। হামলার সময় পালাতে গিয়ে আরেক বৃদ্ধ রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। নিহত ৭ জনের মধ্যে ৪ জনই পথচারী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত