রাঙামাটিতে ঈদ উল আযহা উদযাপিত

Published: 22 Aug 2018   Wednesday   

ত্যাগের মহিমায় ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্যে দিয়ে রাঙামাটিতে  বুধবার পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হয়েছে।

 

রাঙামাটির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহরের তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কোতয়ালী থানা মাঠে। জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সর্বস্তরের মুসল্লীদের সাথে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বনরূপা কালেক্টরেট মসজিদে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম ঈদের নামাজ আদায় করেন।

 

এছাড়া রিজার্ভ বাজার জামে মসজিদে সকাল ৯টায়, বনরূপা জামে মসজিদে ৮টায় ও সকাল ৯টায় ২টি, ভেদভেদী আর্মি ব্রিগেড জামে মসজিদে সকাল ৮টায়, ভেদভেদী জামে মসজিদে সকাল ৮ টায় ও সকাল ৯টায় ২টি এবং পুরানপাড়া জামে মসজিদে সকাল ৯টায় ১টি ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। পরে আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানী দেয় মুসল্লীরা।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত