রাঙামাটিতে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

Published: 24 Aug 2018   Friday   

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগে নেতা শাকিলের বাড়ীতে ছাত্রলীগ যুবলীগের কর্মীদের হামলার প্রতিবাদে শুক্রবার সাংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

 

রাঙামাটি পৌর কলোনী এলাকায় সংবাদ সম্মেলনে আহত ছাত্রলীগ নেতা শাকিলের পিতা রুহুল আমিন ও তার ভাই কালু মিয়া, বোন মিনা বেগমসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে শাকিলের পিতা রুহুল আমিন অভিযোগ করে বলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল নেতৃতে উদ্দেশ্যে প্রণোদিতভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা বাড়ীতে হামলা চালিয়ে মোটর সাইকেল ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে বাড়ীতে অবস্থানরত তার ভাই, মা, বোন, ও প্রতিবন্ধী বোনের উপর হামলাকরতে দ্বিধা করেনি। তিনি এই ধরনের কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবী জানান।


অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদ কাজল বলেন রহুল আমীনের ছেলে দুষ্ট প্রকৃতির। প্রতিদিন কারো না কারোর সাথে মারামারিতে লিপ্ত হয়। বৃহস্পতিবার আমার ভাই রুবেল মোটর সাইকেলে বনরূপা দিকে আসার পথে শাকিল হামলা করে। এতে রুবেল মারাত্মক আহত হয়েছে। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি শাকিলদের বিরুদ্ধে থানায় মামলা করব।


উল্লেখ্য, গেল মঙ্গলবার জেলা আওয়ামীলীগের অফিসের সামনে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রহুল আমীনের ছেলে সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. শাকিলের সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের ফুফুতো ভাই রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ-সভাপতি রুবেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তার জেরে বৃস্পতিবার শাকিল তার দল নিয়ে আবারো রুবেলের উপর হামলা করলে কয়েক জন আহত হন। বিকালে একদল যুবক শাকিলের চাচার ঘরে হামলা চালায় বলে অভিযোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত