লামায় দুই কিশোরীকে ধর্ষন অভিযোগের ঘটনায় প্রতিবাদ দুই নারী সংগঠনের

Published: 25 Aug 2018   Saturday   

বান্দরবান জেলার লামা উপজেলার ফাস্যাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামগতি পাড়ায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।


শনিবার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।


প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, তিন বিজিবি‘র সদস্য গেল বুধবার রাত ১০টার দিকে অস্ত্রসহ রামগতি ত্রিপুরা পাড়ায় গিয়ে ত্রিপুরা নামে এক গৃহিণীর মাধ্যমে দুই কিশোরীকে ডেকে অস্ত্রের ভয় দেখিয়ে পাড়া থেকে কিছু দুরে জঙ্গলে ডেকে নেয়। সেখানে তিন বিজিবি সদস্যেররা অস্ত্র ও মৃত্যুর ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ।


প্রেস বার্তায় আরো অভিযোগ করা হয়, গেল বৃহস্পতিবার রাতে লামা থানায় ধর্ষণের অভিযোগে এক মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আরো উদ্বেগজনক মেডিকেল পরীক্ষার জন্য গেল শুক্রবার আগস্ট ভিকটিমদের বান্দরবান জেলা হাসপাতালে নেয়া হলে তখন থেকে পুলিশ অন্যান্য সংস্থারা হাসপাতাল ঘিরে রেখেছে এবং আত্মীয়-স্বজনসহ কাউকে হাসপাতালে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।


প্রেস বার্তায় ঘটনার সাথে জড়িতদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি প্রদান এবং ঘটনার শিকার দুই ত্রিপুরা কিশোরীর উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের পূর্ণ নিরাপত্তার জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত