রাজস্থলীতে জুয়ার আসক্তের ঘটনা বৃদ্ধিও অভিযোগ

Published: 19 Aug 2018   Sunday   

রাঙামাটির রাজস্থলীতে সম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণী পেশাজীবিদের মধ্যে জুয়া আসক্তের বৃদ্ধি  পেলেও  প্রশাসন নীরব পালন করছে।

 

তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলা বিভিন্ন  স্থানে প্রকাশ্য বা আড়ালে জুয়া খেলা নিয়ে লক্ষ লক্ষ টাকা লেন-দেন হচ্ছে। জেনে শুনেও কেউ প্রতিরোধের এগিয়ে আসছে না। সুশীল সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে  উপজেলা প্রশাসনের শীর্ষক কর্মকর্তাদের নিয়ে।

 

একটি গোপন সূত্রে জানা যায়, আধুনিক ডিজিটাল বাংলাদেশ রুপান্তর সাথে  জুয়ারিরা ও হচ্ছে আধুনিকায়ন । পদ্ধতি গুলোর মধ্যে রয়েছে, মোবাইল , টোকেন, বিকাশ ও ব্যক্তির মাধ্যম ক্যাশ টাকা প্রদান। প্রকাশ্য দিনের বেলা জুয়া হিসেবে চলছে ছক্কা, কেরাম ও টেলিভিশনের বিভিন্ন খেলাকে কেন্দ্র করে। খুব সহজে দেখা মিলবে উপজেলা বাস ষ্টেশন, পূরানো বাস ষ্টেশন, ঘিলাছড়ি পাল্ডউড ডিপো, টেলিভিশন দর্শক সেজে বসে থাকা এবং বিভিন্ন দোকানের বারান্দা, আর সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত চলে নামী-দামী ব্যক্তিদেও তাসের জুয়া। তাদের জন্য ব্যবস্থা রয়েছে সুস্বাদু খাবার, পরিবেশ সম্মত স্থান ও নিরাপদ ঘর। সব ধরণের আধুনিকায়ন ব্যবস্থা রয়েছে।।এসব স্থানগুলোর মধ্যে বিশেষ করে আলোচিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব এবং কিছু ব্যক্তি মালিকানাধীন বাসায় ।

 

এ জুয়া নেশা কবল থেকে মুক্তি নেই সকল  শ্রেনী পেশাজীবিদের। কামার, সেলুন, দর্জি, গাড়ী চালক, দৈনিক শ্রমিক, রিক্সা চালক, ছাত্র, সরকারী-বেসরকারী চাকরীজিবী, ব্যবসায়ী ও নিবার্চিত এবং প্রথাগত জনপ্রতিনিধিরা। প্রতিমুহুর্তে গ্রাস করছে জুয়া খেলা সমাজের অনেক বিপদের ঘটনা। বিষ পান, আতœ-হত্যা, হার্ট ষ্টোক, মারামারি, সংসার বিচ্ছেদ, জায়গা জমি বিক্রি এবং জুয়া খেলা জের ধরে মামলা মোকাদ্দমা পর্যন্ত গড়ে উঠেছে। তবুও প্রতিকার বা প্রতিরোধের কেউ এগিয়ে আসছে না। বরং কাদা ছুড়াছুড়ি বক্তব্য পাওয়া গেছে।

 

এদিকে এসবের পরও প্রশাসন নীরব ভূমিকা পালনক এলাকাবাসীদের অবাক করে দিয়েছে। নষ্ট  হচ্ছে আগামী প্রজন্মের সন্তানরা। তবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন বলছে স্থানীয় জনপ্রতিনিরা এগিয়ে না আসলে কোনভাবে প্রতিরোধ করার সম্ভব হবে না। আর স্থানীয় বিভিন্ন স্তওে জনপ্রতিনিধিরা বলছেন, আইনের শাসন ছাড়া প্রতিরোধ করার সম্ভব হবে না। রাজনৈতিক নেতা-কর্মীদের অনেক ক্ষেত্রে অপকর্মকান্ডকে প্রতিরোধ করা সম্ভব নয়। এতে গনতন্ত্র মূল্যবোধ বাধা হয়ে দাড়ায় এবং হিতের বিপরীত হতে পারে বলে তাদের ধারনা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত