খাগড়াছড়িতে ৭খুনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

Published: 27 Aug 2018   Monday   

খাগড়াছড়িতে সাত খুনের ঘটনা তদন্তে জাতীয় মানবাধিকা কমিশন বাংলাদেশ কর্তৃক গঠিত তদন্ত কমিটি সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিন সদস্যের এ তদন্ত কমিটির সদস্যরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিনটি সংগঠনের নেতা, স্বনির্ভর বাজারের ব্যবসায়ী ও ভূক্তভোগীদের সাথে কথা বলেন।

 

তদন্ত কমিটির সদস্যগণ হলেন নূরুন নাহার ওসমানী, আহ্বায়ক, তদন্ত কমিটি ও সদস্য জাতীয় মানবাধিকার কমিশন, বাঞ্চিতা চাকমা, সদস্য তদন্ত কমিটি ও জাতীয় মানবাধিকার কমিশন এবং এম রবিউল ইসলাম, সদস্য সচিব, তদন্ত কমিটি ও উপ পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন।

 

সকালে তদন্ত কমিটি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করার পর দুপুর সাড়ে এগারোটায় ঘটনাস্থল স্বনিভর্র বাজার এলাকা পরিদর্শন করে। এ সময় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তদন্ত কমিটির সাথে সাক্ষাত করেন। তারা তদন্ত কমিটির আহ্বায়কের হাতে সংগঠনের লিখিত বক্তব্য তুলে দেন।

 

ঘটনাস্থল পরিদর্শনের সময় তদন্ত কমিটির আহ্বায়ক নূরুন নাহার ওসমানী সাংবাদিকদের বলেন, আমরা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে এসেছি। এরপর আমাদের তদন্ত রিপোর্ট জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দেওয়া হবে। তারপর কমিশনের চেয়ারম্যান তা সংবাদ মাধ্যমকে জানাতেও পারেন।  এ ব্যাপারে আমরা এখন কোন মন্তব্য করবো না।

 

উল্লেখ্য, গেল ১৮ আগস্ট ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের কর্মসূচি ছিলো। এ কর্মসূচি প্রস্তুতির সময় সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে ৬ জন ও একই দিন দুপুরে সকালের ঘটনার প্রতিবাদে মিছিলের প্রস্তুতির সময় আবারো সশস্ত্র হামলার এক জনকে খুন করে। এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রতিপক্ষ গ্রুপ জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক এর সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত