প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান পরিকল্পনা মাধ্যমে দেশকে উন্নত শিখরে এগিয়ে নিচ্ছেন

Published: 27 Aug 2018   Monday   

ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আগামী একাদশ নির্বাচনে তাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন। 

 

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক সমাবেশে তিনি এ আহ্বান জানান।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার দিয়েছেন, প্রান্তিক জনপদের গরীব রোগীদের জন্য কমিউনিটি ক্লিনিক, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, খাগড়াছড়ি-পানছড়ি-দুধুকছড়া সড়কে একসাথে ১৯টি ব্রীজ নির্মান, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এলাকার জনগনের সেবা প্রদানের জন্য ডিজিটাল ইউনিয়ন পরিষদ নির্মানসহ নানান পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নতির শিখরে এগিয়ে নিচ্ছেন।

 

পানছড়ি বাজারে অনুষ্ঠিত শোক সমাবেশে পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা ও খগেশ্বর ত্রিপুরা।


এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি জেলার ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে পানছড়ি আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাজির হোসেনের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, মংকেচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান হেলাল, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য বাসন্তী চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্র চাই মারমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব প্রমুখ।


অনুষ্ঠান শেষে টাস্ক ফোর্স চেয়ারম্যান পানছড়ি ইউপি কর্তৃক নির্মিত ডাষ্টবিন ও অনুষ্টান শেষে পানছড়ির নতুন পর্যটন স্পট ‘মায়া কানন’ উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত