দেশ উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে-একেএম মামুনুর রশিদ

Published: 28 Aug 2018   Tuesday   

রাঙামাটি জেলার জেলা প্রশাসক মোঃ একেএম মামুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নমূখী সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন মুলক কাজ করে যাওয়ায় ক্রমান্বয়ে এ দেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। ভৌগোলিকগত কারনে তিন পার্বত্য জেলায় কিছু কিছু জায়গায় পর্যাপ্ত উন্নয়ন করা সম্ভব না হলে ও দেশের উন্নয়নের মূল  স্রোতধারার সাথে একীভূত করে এ তিন জেলার উন্নয়নের জন্য সরকার যথেষ্ট কাজ করে যাচ্ছে।


মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে বরকল উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধি উপজেলা পর্যায়ে কর্মকর্তা হেডম্যান কার্বারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানসম্মত শিক্ষা দূর্ণীতিদমন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।


উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারি মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার তানভীর আহম্মদ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি হেডম্যান কার্বারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বরকল উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা দেন। পরে তিনি উপজেলার চারজন ভিক্ষুককে ছাগল ও মুরগী বিতরন করা হয়। এছাড়া তিনি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংক উদ্বোধন করেন। পরে বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় বরকল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও মডেল থানা পরিদর্শন করেন।


জেলা প্রশাসক তার বক্তব্য আরো বলেন, পার্বত্য অঞ্চলে সব জায়গায় ইন্টারনেট ব্যবস্থা চালু করা সম্ভব না হলেও সম্প্রতি বঙ্গবন্ধু স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন করায় ইন্টারনেট সুবিধা তিন পার্বত্য জেলায়ও সফল ভাবে পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত