লামায় পাহাড় কাটার দায়ে তিন ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা

Published: 29 Aug 2018   Wednesday   

নতুন তিনটি ইট ভাটা তৈরীর জন্য পাহাড় কেটে মাটি স্তুপ করার অপরাধে তিন ইটভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ জান্নাত রুমি।

 

বুধবার লামা উপজেলা প্রশাসন ও কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় তিন ইট ভাটার মালিক গিয়াস উদ্দিন (৪৫)পিতা- কামাল উদ্দিন, চিরিঙ্গা- চকরিয়া, ইয়াছির আরাফাত (২৬) পিতা- এনামুল হক,  কাকারা- চকরিয়া ও আব্দুল করিম (৪৮) পিতা- মৃত মোঃ ইদ্রীস, চুনতি - লোহাগাড়াকে জনপ্রতি এক লক্ষ টাকা  করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বলেন, গতকাল ২৯ আগষ্ট লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর বিল ও পাগলির ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও ইটভাটা স্থাপনের লক্ষে মাটি মওজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এজান্নাত রুমি। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ১৫ ক ধারায় জনপ্রতি এক লক্ষ টাকা  করে তিনজন ইটভাটার মালিককে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ইউনিয়নে আরো ২৩টি ইট ভাটা রয়েছে।

 

লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নু এ জান্নাত রুমি বলেন,  পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ পরিপালন এবং পাহাড় কর্তন সম্পূর্ণরূপে বন্ধ রাখার উদ্যেশ্যে চলতি বছরের ইটভাটা কার্যক্রমের শুরুর থেকে লামা উপজেলা প্রশানের উদ্যোগে অভিযান চলছে। ইতিপূর্বে গত ২৬ আগষ্ট একই অপরাধে একই ইউ নিউয়নের দুই ইটভাটার মালিককে অর্থ দন্ড  করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত