পানছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

Published: 29 Aug 2018   Wednesday   

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক আগমন উপলক্ষে বুধবার পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক  মোঃ শহিদুল ইসলাম।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, পানছড়ি সাব জোন অধিনায়ক মোঃ সোহেল আলম,  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পানছড়ি প্রসেক্লাবে সাধারন সম্পাদক শাহজাহান কবির সাজু, পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেব, উপজেলা বিএনপি সভাপতি বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ও বিজয় চাকমা, পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উৎপল কান্তি চাকমা, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ হেদায়েত আলী, হেডম্যান অরুন জয় রোয়াজা প্রমূখ।

 

মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন,পর্ষটনের শহর খাগড়াছড়ি। আমি আধুনিক পর্যটস নগর হিসেবে খাগড়াছড়ি শহরকে রুপ দিতে চাই। উন্নয়ন করতে চাই প্রত্যান্ত অঞ্চলে। সেবা দিতে চাই সকল শ্রেনির মানুষকে। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। প্রশাসক হিসেবে নয়। আর এ জন্য প্রয়োজন এলাকার শান্তি-শৃংখলা। আমরা সম্প্রীতির বন্ধনে থেকে এলাকাকে উন্নয়ন করবো। এজন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

 

তিনি প্রথমে এলাকাবাসীর দাবির কথা শুনেন এবং পরে সেসব দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত