লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি স্ক্যাভেটর,ডিজেল ভর্তি ৯ ড্রাম তেল জব্দ

Published: 31 Aug 2018   Friday   

দূর্নীতি দমন কমিশনের(দুদক) মহা-পরিচালকের নির্দেশে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়া এলাকায় নতুন করে নির্মিত ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। অভিযানে প্রায় ১৪ একর যায়গার ২০ফুট থেকে ১শত পঞ্চাশ ফুট উচ্চতার বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করার তিনটি বড় স্ক্যাভেটর যন্ত্র, দুইটি ইট তৈরীর টব, এক লক্ষ ইট ও মাটি কাটার কোদাল জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত  লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি ও লামা সাব জোনের সেনাবাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল আশ্রাব।

 

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল আশ্রাব  বলেন, লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত মাটিকাটার তিনটি স্ক্যাভেটরের মূল্যবান যন্ত্রাংশ  খুলে অচল করে দেওয়াসহ ইট তৈরীর দুটি টবের একটি টব, ডিজেল ভর্তি বড় ৯ ড্রাম তেল রাতেই জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে ইট তৈরীর একটি টব ও একটি কোদাল জব্দের আলামত রেখে পরিবেশ অধিদপ্তরের পক্ষ মামলার প্রস্তুতি চলছে। এ সময় তিনি আরো বলেন, লামা উপজেলার ফাইতং মৌজার পাগলীর পাড়া এলাকায় চলতি বছরে নতুন করে ৫ টি ইট ভাটা নির্মানের জন্য উক্ত এলাকায় প্রায় ১৪ একর যায়গার ২০ ফুট থেকে ১শত পঞ্চাশ ফুট উচ্চতার বেশ কয়েকটি পাহাড় কেটে সম্পূর্নরূপে সাবাড় করে ফেলা হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের আশেপাশে আরো ২৩ টি ইট ভাটা রয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।

 

এদিকে লামা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির অভিযোগে দূর্নীতি দমন কমিশনের(দুদক) মহা পরিচালক মোঃ মনির চৌধুরীর স্যারের নির্দেশে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা অফিস উদ্যোগ নিলে লামা উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহায়তা নিয়ে  বৃহস্প্রতিবার রাত থেকে এ অভিযান পরিচালনা করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত