রাঙামাটি বেতারের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন

Published: 31 Aug 2018   Friday   

সংবাদদাতাদের রির্পোটের মান উন্নয়ন,পারষ্পরিক সমন্বয় সাধনসহ বাংলাদেশ বেতারের দিক নির্দেশনা প্রদানের লক্ষে বৃহষ্পতিবার রাঙামাটিতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরুপাস্থ রেইনবো রেষ্টুরেন্টে রাঙামাটি বেতারের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্বাতা প্রধান মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি বেতার কেন্দ্রের জেলা প্রতিনিধি ও সংবাদদাতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ।


অনুষ্ঠান শুরুতে র্বাতা প্রধান নুরুল আমিন ও আঞ্চলিক প্রকৌশলী ভাস্কর দেওয়ানকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে রাঙামাটি কেন্দ্রের সংবাদদাতা এসোসিয়েশনের পক্ষ থেকে বার্তা প্রধানকে ক্রেষ্ট প্রদান ও সংবাদ পাঠক ও অনুবাদকদের পক্ষ থেকে উপহার সামগ্রি প্রদান করা হয়। পরে রাঙামাটি জেলার ১০ উপজেলার সংবাদদাতাদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় সহ বেতারের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন রাঙামাটি কেন্দ্রের বার্তা প্রধান মোঃ নুরুল আমিন। এ সময় উপজেলার সংবাদদাতারা বিভিন্ন সমস্যা সম্ভাবনা বেতন ভাতা বৃদ্ধি সহ পাহাড়ী ভাতা দেয়ার জন্য দাবী জানান।


অনুষ্ঠানে বরকল উপজেলা সংবাদদাতা পুলিন বিহারী চাকমা জুরাছড়ি উপজেলা সংবাদদাতা সুমন্ত চাকমা লংগুদু উপজেলা সংবাদদাতা মোঃ ওমর ফারুক মুছা কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা পুলক চক্রবর্তী রাজস্থলী উপজেলা সংবাদদাতা চাউচিং মারমা কাউখালী উপজেলা সংবাদদাতা মোঃ জসীম উদ্দিন ও নানিয়ারচর উপজেলা সংবাদদাতা শিপ্রা দেবী সহ সংবাদ পাঠক পাঠিকা,অনুবাদক ও শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত