মহালছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Published: 02 Sep 2018   Sunday   

সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী  উপলক্ষে রোববার খাগড়াছড়ির মহালছড়িতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মহালছড়ি উপজেলা সদরের শ্রীশ্রী দক্ষিণা কালি মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, পিএসসি। মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির (তদন্ত), জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সাগর চৌধুরী ও সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী।  অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি চিন্তা হরণ শর্মা।

 

সংক্ষিপ্ত উদ্বোধনী আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষের অংশগ্রহণেএক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহালছড়ি কালি মন্দির থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সকল সড়ক পরিদর্শন শেষে পুনরায় মন্দিরে গিয়ে সমাপÍ হয়। সন্ধ্যায় শ্রী শ্রী কালি মন্দিরে পালা কীর্তনের রাতব্যাপী আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত