কাপ্তাইয়ে মাদকসেবী পুত্রকে আইনের হাতে তুলে দিলেন অসহায় পিতা

Published: 02 Sep 2018   Sunday   

কাপ্তাইয়ে মাদকসেবী অবাধ্য পুত্রকে আইনের হাতে সোর্পদ করলেন অসহায় এক পিতা।

 

জানা যায়, দীর্ঘদিন যাবত সালাউদ্দিন টিপু মাদক সেবন করে পরিবারের সদস্যদের উপর ভয়ানকভাবে অত্যাচার করে আসছে।তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল শনিবার বিকেলে বাবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-কে অভিযোগ করেন।  এতে রাতে টিপু মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর এবং গালি গালাজ শুরু করলে খবর পেয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল গিয়ে তাকে আটক  করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। এতে  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালেতর প্রধান রুহুল আমীনের ভ্রাম্যমান আদালত পরিবারের সদস্যদের মারধর এবং গালিগালাজ করার অপরাধে  টিপুকে   তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযুক্তের মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।

 

টিপুর পরিবারের জানান, টিপু বাইরে থাকলে মাদক সেবন করে পরিবারের সদস্যদের প্রাননাশ করার  হুমকি দেয়। অন্যদিকে অবাধ্য সন্তানকে নিজ হাতে আাইনের হাতে তুলে দিতে হয়েছে। এটা কত কষ্টের,তা শুধু মাতা-পিতারাই উপলব্ধি করতে পারে। একথা বলেই তারা অঝরে কাঁদতে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত